ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সরকারের উন্নয়নের প্রচারকালে হামলার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
সরকারের উন্নয়নের প্রচারকালে হামলার অভিযোগ সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য মেহেদী হাসান। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: রাজবাড়ীর পাংশা উপজেলায় আওয়ামী লীগের পক্ষে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ভিডিও চিত্রের মাধ্যমে প্রচারের সময় হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় নেতা ও আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য মেহেদী হাসান।

রোববার (৪ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে মেহেদী হাসান অভিযোগ করে বলেন, গণসংযোগ, লিফলেট বিতরণ ও সরকারের উন্নয়নমূলক প্রচার করার সময় পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সামনেই স্থানীয় সংসদ সদস্য জিল্লুল হাকিম ও তার কর্মীরা আমার ওপর হামলা চালায়।

এর আগে গত ২ সেপ্টেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাজবাড়ীর পাংশায় দলীয় অনুষ্ঠানে আগমন উপলক্ষে পাংশা উপজেলা চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাসান ওদুদের বাসভবনে অতর্কিত গুলিবর্ষণ করা হয়। যা স্থানীয় গণমাধ্যমে প্রচার ও প্রকাশিত হয়েছে। ওই সময় একাধিক গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, পাংশা এলাকার সাধারণ জনগণ এখন আতঙ্কিত অবস্থায় দিন যাপন করছে।  

পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদকে সংসদ সদস্যের কর্মীরা লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। পাংশা সার্কেল অফিসের সামনে আহত অবস্থায় আজাদকে ফেলে রাখা হয় বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন মেহেদী হাসান।
  
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
ইএআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।