ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নদীর চরে আটকা এমভি জামাল-৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
নদীর চরে আটকা এমভি জামাল-৫

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জের কারখানা নদীর চরে আটকা পড়েছে এমভি জামাল-৫ নামে যাত্রীবাহী একটি লঞ্চ।

সোমবার (৫ নভেম্বর) ভোর ৪টার দিকে বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের কারখানা নদীতে এটি আটকা পড়ে।

লঞ্চটি রোববার (৪ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা থেকে যাত্রী নিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে রওয়ানা দেয়।

লঞ্চের স্টাফরা জানান, ভোর ৪টার দিকে নদীতে পানি কম থাকার কারণে চরে লঞ্চটি আটকা পড়ে যায়। পরে অনেক চেষ্টা করেও লঞ্চটি উদ্ধার করা সম্ভব না হলে, এর যাত্রীদের এমভি জামাল-৬ নামক অপর লঞ্চে তুলে দেওয়া হয়।

এদিকে জোয়ার হলে লঞ্চটি পটুয়াখালী ঘাটের উদ্দেশ্যে রওয়ানা দেবে বলে জানিয়েছেন লঞ্চের পটুয়াখালীর ইনচার্জ অশোক দাস।

তবে চরে আটকা পড়ার সময় লঞ্চে কতজন যাত্রীছিলো তা সঠিকভাবে জানা যায়নি।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।

বাংলা‌দেশ সময়: ১০২০ ঘণ্টা, ন‌ভেম্বর ৫, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।