ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ফেনসিডিলসহ ২ পাচারকারী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
বেনাপোলে ফেনসিডিলসহ ২ পাচারকারী আটক আটক ব্যক্তিরা। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত পথে পাচারের সময় ১০৭ বোতল  ফেনসিডিলসহ ২ পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সোমবার (৫ নভেম্বর) ভোর ৪টার দিকে বেনাপোলের পুটখালী মসজিদ বাড়ি বিজিবি পোস্ট এলাকা থেকে বিজিবি-২১ সদস্যরা মাদকদ্রব্যসহ তাদের আটক করে।

আটক দুইজন হলেন- পুটখালী উত্তরপাড়া গ্রামের গোলাম রসুলের ছেলে মঈনুল ইসলাম (২৮) ও একই গ্রামের রোজাউল ইসলামের ছেলে জমির হোসেন (২৩)।

বিজিবি জানায়, তাদের একটি টহল দল গোপন খবর পেয়ে পাচারকারীদের ধাওয়া করে। এ সময় দুই পাচারকারীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১০৭ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, উদ্ধার হওয়া মাদকদ্রবসহ পাচারকারীকে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
এজেডএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।