ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মিরপুরে ‘চন্দ্রবিন্দু’ শোরুমের আগুন নিয়ন্ত্রণে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
মিরপুরে ‘চন্দ্রবিন্দু’ শোরুমের আগুন নিয়ন্ত্রণে মিরপুর-১০ নম্বর কাপড়ের শোরুম। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: রাজধানীর মিরপুর-১০ নম্বরে ‘চন্দ্রবিন্দু’ কাপড়ের শোরুমের আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় আধ‍ঘন্টা চেষ্টায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (০৫ নভেম্বর) সকার ১০ টার দিকে জাতীয় সুইমিংপুল কমপ্লেক্সের (মিরপুর) বিপরীত পাশে অবস্থিত ‘চন্দ্রবিন্দু’ কাপড়ের শোরুমে এ আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ১০টার দিকে জাতীয় সুইমিংপুল কমপ্লেক্সের (মিরপুর) বিপরীত পাশে অবস্থিত ‘চন্দ্রবিন্দু’ কাপড়ের শোরুমে আগুন লাগে। মুহূর্তে তা পাশের ‘টেক্স পয়েন্ট’ শোরুমসহ আশপাশের শোরুমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় আধঘণ্টা চেষ্টায় সকাল ১০টা ২৪ মিনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি।

** মিরপুরে ‘চন্দ্রবিন্দু’ শোরুমে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
এডেজএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।