ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কক্সবাজারের প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান  

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
কক্সবাজারের প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান   কর্মশালায় বক্তব্য রাখছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: আগামী জাতীয় সংসদ নির্বাচনে রোহিঙ্গাদের ব্যবহার করে কোনো পক্ষ যাতে পরিস্থিতি ঘোলাটে করতে না পারে তার জন্য প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

সোমবার (৫ নভেম্বর) দুপুরে কক্সবাজারের একটি হোটেলে আন্তর্জাতিক সংস্থা আয়োজিত একটি কর্মশালায় তিনি এ আহ্বান জানান।  

কাজী রিয়াজুল হক বলেন, দু’দেশের চুক্তির ভিত্তিতে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর কথা বলা হচ্ছে।

এসব রোহিঙ্গারা মিয়ানমারে ফেরত গিয়ে যেন তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারে তার জন্য আন্তর্জাতিকভাবে সজাগ দৃষ্টি এবং চাপ অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, সামনে নির্বাচন। ভোটাধিকার প্রয়োগের বিষয়টি প্রত্যেকটি মানুষের অধিকার। মানুষের এ অধিকার যেন সঠিকভাবে প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করার জন্য রাষ্ট্রের যেমন দায়িত্ব রয়েছে তেমনি নির্বাচন কমিশনের দায়িত্ব রয়েছে।

দুপুরে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এক সফরে কক্সবাজার এসেছেন। কর্মশালা শেষে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।