ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বুঝে-শুনে মন্তব্য করুন, এনবিআর প্রধানকে দুদক চেয়ারম্যান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
বুঝে-শুনে মন্তব্য করুন, এনবিআর প্রধানকে দুদক চেয়ারম্যান

ঢাকা: দুর্নীতি দমন কমিশন (দুদক) নিয়ে সম্প্রতি করা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশারফ হোসেন ভূঁইয়ার মন্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। এনবিআর চেয়ারম্যানের বক্তব্যকে ‘হাস্যকর’ উল্লেখ করে তাকে জেনে-শুনে-বুঝে মন্তব্য করতে পরামর্শ দিয়েছেন তিনি।
 
 

সোমবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকে নিজের কার্যালয়ে এক অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে ইকবাল মাহমুদ বলেন, ‘আমাদের জেনে, শুনে, বুঝে মন্তব্য করা উচিত। তবে সব মন্তব্যই ইতিবাচক হওয়াই ভালো।

কোনো প্রতিষ্ঠানই বুকে হাত দিয়ে বলতে পারবে না, তারা ধোয়া তুলসিপাতা। আমরা বুক ফুলিয়ে স্বীকার করি আমাদের এখানে দুর্নীতি আছে। আমরা ব্যবস্থাও নিই। আমরা দুর্নীতির উৎস খুঁজে পেয়েছি। আমাদের অনেক কর্মচারী-কর্মকর্তার চাকরি গেছে। অনেকেরই বিভাগ পরিবর্তন হয়েছে। অনেককে অন্য কোথাও চাকরিতে পাঠানো হয়েছে। ’
 
গত ৮ নভেম্বর আয়কর বিভাগের দুর্নীতির উৎস চিহ্নিত করে তা প্রতিরোধে সুপারিশমালা তৈরি করে মন্ত্রিপরিষদ সচিবের কাছে জমা দেয় দুদক। এরপর এনবিআর চেয়ারম্যান মন্তব্য করেন, ‘ভালো করে নিরপেক্ষ তদন্ত করলে দুদকেরও দুর্নীতি বেরুবে। ’ 

দুদক চেয়ারম্যান বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ডের দুর্নীতি দূর, কারণ বা উৎস অনুসন্ধান আমাদের কাজ নয়। কাউকে ধরে জেলে দেওয়াও আমাদের কাজ নয়। আমরা স্পাই (গোয়েন্দা) নই। এটা আপনার কাজ। আপনার দায়িত্ব। আপনি কী ব্যবস্থা নিয়েছেন, ‘টেল আস’ (আমাদের বলুন)। ’

তিনি বলেন, ‘সব কিছু স্বীকার করতে সাহস লাগে। ভিশন লাগে। আমরা চাই সবাই দুদকের দুর্নীতির উৎস খুঁজুক। চিহ্নিত করুক। আমরা প্রস্তুত। আমরা সব, সবার সমালোচনা ইতিবাচকভাবেই দেখি। ’

ইকবাল মাহমুদ বলেন, ‘আমরা সরকারের কাছে আমাদের অনুসন্ধান ও সুপারিশ করেছি। এটা আমলে নেওয়ার বিষয় সরকারের। এটা শতভাগ সঠিক নাও হতে পারে। আমরা আমাদের রিপোর্টের কোথাও কি লিখেছি যে আমরা এনবিআরে আমাদের অফিস বসাতে চাই? এটা নিয়ে হঠাৎ করা তার (মোশারফ হোসেন ভূঁইয়া) মন্তব্য অত্যন্ত হাস্যকর। ’

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮ 
আরএম/এইচএ/

** হলফনামায় মিথ্যা তথ্যের মুখোশ উন্মোচন করবে দুদক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।