ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আমজাদ হোসেনের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
আমজাদ হোসেনের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাজ্জাদ হোসেন দুদুল, সোহেল আরমান ও পরিচালক এস এ হক

ঢাকা: প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন বিখ্যাত এ চলচ্চিত্র ব্যক্তিত্বের দুই ছেলে সাজ্জাদ হোসেন দুদুল, সোহেল আরমান ও পরিচালক এস এ হক। এসময় তারা প্রধানমন্ত্রীর কাছে আমজাদ হোসেনের শারীরিক অবস্থা তুলে ধরলে তিনি তার চিকিৎসার দায়িত্ব নেন।

পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে বিষয়টি জানা যায়।

আমজাদ হোসেন বর্তমানে রাজধানীর তেজগাঁওয়ে ইমপালস হাসপাতালে ভর্তি রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
এমইউএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।