ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খুলনায় ৫০টি কচ্ছপসহ দুই পাচারকারী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
খুলনায় ৫০টি কচ্ছপসহ দুই পাচারকারী আটক কচ্ছপ ছানা (ফাইল ফটো)

খুলনা: খুলনায় ৫০টি কচ্ছপসহ দুই পাচারকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

আটকরা হলেন- বটিয়াঘাটার হাটবাড়ি গ্রামের রাম প্রসাদ রায় (৫০) ও কেসমত ফুলতলা গ্রামের রঞ্জন বৈরাগী (৪০)।

মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে জেলা বটিয়াঘাটা বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-৬’র এএসপি বজলুর রশিদ বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে বটিয়াঘাটা বাজারে অভিযান চালিয়ে অর্ধ-শতাধিক বিভিন্ন প্রজাতির কচ্ছপ ছানা উদ্ধার করা হয়েছে। এসময় দুই পাচারকারীকে আটক করা হয়।  

তিনি জানান, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে কচ্ছপগুলো হস্তান্তর করা হয়েছে। আটকদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।