ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে না’গঞ্জে জশনে জুলুস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৮
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে না’গঞ্জে জশনে জুলুস জশনে জুলুসে অংশ নেওয়া মানুষ। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নারায়ণগঞ্জে লাখো মানুষের একটি জশনে জুলুস বের করা হয়েছে।

বুধবার (২১ নভেম্বর) সকাল ১০ টায় শহরের শীতলক্ষ্যা এলাকা থেকে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে জশনে জুলুস বের হয়। জশনে জুলুসটি শহরের চাষাঢ়া ঘুরে টানবাজার নিতাইগঞ্জ বায়তুল ইজ্জত জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়।

সেখানে জশনে জুলুসটিতে লাখো মানুষ মিলিত হয়।

জশনে জুলুসে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদী নেতৃত্বে মহানবী (সা.) আগমন উপলক্ষে জিকির আসগার, হামদ-নাত ও দরুদ শরীফ পাঠ করা হয়। পরে মিলাদ-মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।