ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘রাঙা প্রভাত’ প্লেনে মিললো সাড়ে ৪ কেজি স্বর্ণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৮
‘রাঙা প্রভাত’ প্লেনে মিললো সাড়ে ৪ কেজি স্বর্ণ

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘রাঙা প্রভাত’ প্লেন থেকে সাড়ে চার কেজিরও বেশি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম।

বুধবার (২১ নভেম্বর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেনটির সিটের নিচ পরিত্যক্ত অবস্থায় এ স্বর্ণ পাওয়া যায়। প্রিভেনটিভ টিম বলছে, জব্দকৃত স্বর্ণের মূল্য ২ কোটি ৩২ লাখ টাকা।

 

ঢাকা কাস্টম হাউসের উপ-পরিচালক অথেলো চৌধুরী বাংলানিউজকে বলেন, বিমানের বিজি ২২৮ নম্বর ফ্লাইটটি আবুধাবি থেকে সিলেট হয়ে সকাল ৮টার দিকে ঢাকায় অবতরণ করে। গোপন সংবাদ থাকায় প্রিভেনটিভ টিম সকালে শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরে বিভিন্ন পয়েন্টে এবং বোর্ডিং ব্রিজ এলাকায় সতর্ক অবস্থান নেয়। এ সময় ‘রাঙা প্রভাত’র সব যাত্রী নেমে যাওয়ার পর তল্লাশি চালায় প্রিভেনটিভ টিম।

অথেলো চৌধুরী বলেন, তল্লাশির সময় ফ্লাইটটির ৪৫বি সিটের পেছনের অংশের নিচে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় ১০ তোলা ওজনের ৪০টি বার উদ্ধার করা হয়। যার ওজন  ৪ কেজি ৬৪০ গ্রাম। স্বর্ণ উদ্ধারের ঘটনায় কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৮
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।