ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অটোমেশনের আওতায় আসছে রাসিক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
অটোমেশনের আওতায় আসছে রাসিক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সব কার্যক্রম অটোমেশনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে সিটি করপোরেশনের সব কার্যক্রম অটোমেশনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

বুধবার (২১ নভেম্বর) দুপুরে সিটি করপোরেশনের এনেক্স ভবনে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

 

পরিস্কার-পরিচ্ছন্ন কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে প্রত্যেকটি ওয়ার্ডের ওয়ার্ড সচিব, সুপারভাইজার ও কেন্দ্রীয় সুপারভাইজারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মেয়র লিটন বলেন, এ শহর আমাদের। শহরকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমাদের সবার। শহরকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। বিনামূল্যে ডাস্টবিন বিতরণ শুরু হয়েছে, মহানগরের মানুষকে সচেতন করতে বাড়ি বাড়ি লিফলেটও বিতরণ করা হচ্ছে। পরিস্কার-পরিচ্ছন্ন নগর গড়তে সবার সহযোগিতা কামনা করছি। আসুন সবাই মিলে সুন্দর নগর গড়ে তুলি।  

প্রত্যেকটি ওয়ার্ডে স্থায়ী ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়, কমিউনিটি সেন্টার ও শিশুপার্ক করার পরিকল্পনা রয়েছে বলেও জানান সিটি মেয়র লিটন।

প্যানেল মেয়র-১ ও বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি সরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সদস্য ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পিন্টু, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৮
এসএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।