ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হ্যানয়ে চ্যারিটি মেলায় বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
হ্যানয়ে চ্যারিটি মেলায় বাংলাদেশ

ঢাকা: ভিয়েতনামের হ্যানয় ইন্টারন্যাশনাল ওম্যানস ক্লাব (এইচআইডাব্লিউসি) আয়োজিত চ্যারিটি মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ দূতাবাস।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) হ্যানয়ে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মেলায় বাংলাদেশ দূতাবাস দেশজ পণ্য-সামগ্রী এবং ঐতিহ্যবাহী খাবার নিয়ে অংশ নিয়েছে।

দূতাবাসের স্টলে প্রদর্শিত হয় ফাইন সিরামিক, তৈরি পোশাক, প্লাস্টিক সামগ্রী, লেদার ব্যাগ, ঐতিহ্যবাহী নকশীকাঁথা, জুয়েলারি সামগ্রী, পাটের ব্যাগ, বাংলাদেশি চা ও সুগন্ধি চাল। এছাড়া স্টল সাজানো হয় সমুচা, চিকেন কাবাব, ভেজিটেবল পাকুরা, চিকেন পোলাও, পায়েসসহ মুখরোচক সব খাবার দিয়ে। খাবারের আইটেমগুলো বিক্রি করে অর্জিত অর্থ চ্যারিটিতে দেওয়া হয়।

মেলায় ভিয়েতনামে বসবাসরত বাংলাদেশি, স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি, দূতাবাসে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।

বাংলাদেশ দূতাবাস স্টলের সাজসজ্জা এবং এতে প্রদর্শিত পণ্য-সামগ্রী ও ঐতিহ্যবাহী খাবার আগত সবার নজর কাড়ে।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ২২ নভেম্বর, ২০১৮
টিআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।