ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ব্যবসায়ীদের বিনামূল্যে ডাস্টবিন দিলেন মেয়র লিটন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
ব্যবসায়ীদের বিনামূল্যে ডাস্টবিন দিলেন মেয়র লিটন সিটি মেয়ররের ডাস্টবিন বিতরণ কার্যক্রম

রাজশাহী: মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম গতিশীল করতে ব্যবসায়ীদের বিনামূল্যে ডাস্টবিন বিতরণ করছে রাজশাহী সিটি করপোরেশন। 

সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বৃহস্পতিবার (২২ নভেম্বর) বিকেলে নগরভবন প্রাঙ্গণে ব্যবসায়ীদের মধ্যে এ ডাস্টবিন বিতরণ করেন।

৮ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ডাস্টবিন বিতরণ কার্যক্রম উদ্বোধনের পর থেকে ধারাবাহিকভাবে ডাস্টবিন বিতরণ করা হচ্ছে।

প্রথমধাপে প্রায় ১২ হাজার ডাস্টবিন বিতরণ করা হবে।

এদিন শালবাগান বাজার ব্যবসায়ী সমিতি, মনিবাজার বণিক ব্যবসায়ী সমিতি, রাজশাহী সিটি পাদুকা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি, বিনোদপুর বাজার ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ উইমেন চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি, রাজশাহী রেস্তোরাঁ মালিক সমিতি, রাজশাহী মোবাইল ফোন ব্যবসায়ী সমিতি ও তালাইমারি বাজার ব্যবসায়ী সমিতিকে ডাস্টবিন দেওয়া হয়।

ডাস্টবিন বিতরণ অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, রাসিকের পরিচ্ছন্ন বিভাগের প্রধান কর্মকর্তা শেখ মো. মামুন ডলার, ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।