ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রান্তিক জনপদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ‘সুখী পরিবার’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
প্রান্তিক জনপদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ‘সুখী পরিবার’ সভায় অতিথিরা। ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: প্রান্তিক জনপদের মানুষের বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিতে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য বিষয়ে প্রতিদিন ২৪ ঘণ্টা সরাসরি তথ্য ও পরামর্শ দিতে ‘সুখী পরিবার’ নামে (যার নম্বর ১৬৭৬৭) একটি কল সেন্টার স্থাপন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২২ নভেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত অ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিংকালে এই তথ্য জানানো হয়েছে।  

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিবার পরিকলানা বিভাগের উপ-পরিচালক ডা. নজরুল ইসলাম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।

অ্যাডভোকেসি সভায় জানানো হয়, ‘প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধি করি, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি নিশ্চিত করি। ’- স্লোগানকে সামনে রেখে পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন প্রকার সেবা সম্পর্কে অবহিত করা হয়। ২৪ থেকে ২৯ নভেম্বর সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে মা ও শিশু স্বাস্থ্য খাতে ১৪টি কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

জনগণকে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য বিষয়ে প্রতিদিন ২৪ ঘণ্টা সরাসরি তথ্য ও পরামর্শ দেওয়ার জন্য ‘সুখী পরিবার’ নামে একটি কল সেন্টার স্থাপন করা হয়েছে, যার নম্বর ১৬৭৬৭। যা ব্যাপক প্রচারের মাধ্যমে প্রান্তিক জনপদের মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারবে।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
এফইএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।