ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে পাঁচ মাদকবিক্রেতা গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
ময়মনসিংহে পাঁচ মাদকবিক্রেতা গ্রেফতার ডিবি পুলিশের হাতে আটক দুই মাদক বিক্রেতারা। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহে পৃথক অভিযান চালিয়ে হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ পাঁচ মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২৩ নভেম্বর) বিকেলে ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (২২ নভেম্বর) বিশেষ অভিযান চালিয়ে নগরীর সানকিপাড়া এলাকা থেকে ৫শ' গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদকবিক্রেতা রাকু রহমান (২৬) ও জেলার ফুলপুর থানা এলাকা থেকে ৫০ গ্রাম হেরোইন ও ১০ পিস ইয়াবাসহ ফরহাদ (৩০), রফিকুল ইসলাম ওরফে সবু (২৫) ও মাসুদকে (২২) আটক করা হয়।

 

এছাড়া একই দিন ভালুকা উপজেলার ভরাডোবা এলাকা থেকে ২শ' গ্রাম গাঁজাসহ মাদকবিক্রেতা জহুরুল ইসলামকে (২৫) আটক করা হয়েছে বলেও জানান ডিবি পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮ 
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।