ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্যামনগরে ভ্যান খালে পড়ে শিশু নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
শ্যামনগরে ভ্যান খালে পড়ে শিশু নিহত 

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ব্যাটারিচালিত ভ্যান খালে পড়ে মিম (৫) নামে একটি শিশু নিহত হয়েছে।

শুক্রবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার নুরনগরের রামজীবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিম রামজীবনপুর মল্লিক পাড়া গ্রামের মুজিবর মল্লিকের মেয়ে ও রামজীবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

 

স্থানীয়রা জানায়, মিমসহ পরিবারের কয়েকজন ভ্যানে করে আত্মীয়ের বাড়ি থেকে নিজেদের বাড়ি ফিরছিল। পথে রামজীবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে তাদের বহনকারী ভ্যানটি উল্টে রাস্তার পাশে খালে পড়ে যায়। এসময় ভ্যানের ছাউনির একটি অংশ শিশু মিমের মাথায় ঢুকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।  

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।