ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে সিটি করপোরেশনের গাড়িচাপায় প্রাণ গেলো নারীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
রাজধানীতে সিটি করপোরেশনের গাড়িচাপায় প্রাণ গেলো নারীর

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার বকশিবাজার সড়কে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নূরজাহান পূষণ (২২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সঙ্গে থাকা তার স্বামী মো. আসিফ সামান্য আহত হন।

শুক্রবার (২৩ নভেম্বর) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে পথচারীরা আহত দু’জনকে দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসেন।

দায়িত্বরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে নূরজাহানকে মৃত ঘোষণা করেন।  

নিহত নারীর স্বামী আসিফ জানান, তারা বংশাল মালিটোলা এলাকায় থাকেন। স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে বকশিবাজার রোড ঢাকা মেডিকেলের নতুন ভবন সংলগ্ন প্রধান সড়কে দক্ষিণ সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি তাদের মটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা দু’জনই ছিটকে রাস্তার দু’পাশে পড়ে যান।  

স্বামীর সঙ্গে নিহত নূরজাহানএকপর্যায়ে ময়লার গাড়িটি তার স্ত্রীর মাথার উপর দিয়ে চলে যায়।  স্ত্রীর মাথায় হেলমেট থাকা সত্ত্বেও হেলমেট ফেটে মাথায় গুরুতর আঘাত লাগে। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
এজেডএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।