ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভোলায় আগুনে পুড়লো ১০ দোকান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
ভোলায় আগুনে পুড়লো ১০ দোকান আগুন, ছবি: বাংলানিউজ

ভোলা: ভোলার জনতা বাজারে আগুনে পুড়ে গেছে ব্যবসায়ীদের ১০টি দোকান।

শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ২টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। এতে দুইটি মুদি, একটি কাপড়, পাঁচটি ফ্যার্মেসি, একটি মোবাইলের সার্ভিসিং ও একটি হোটেল সম্পূর্ণ পুড়ে গেছে।

ভোলার ফায়ার সার্ভিসের টিম লিডার আবদুর রশিদ এতথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌনে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৩টা ৪০ মিনিটে আগুন নেভায়। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

বাংলাদেশ সময়: ০৮১৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।