ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
বরিশালে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: বাংলানিউজ

বরিশাল: সেশন চার্জ বাড়ানোর প্রতিবাদে এবং ফি কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা।

শনিবার (২৩ নভেম্বর) সকালে কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা ক্যাম্পাসের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে অধ্যক্ষের প্রশাসনিক কার্যালয় চত্বরে গিয়ে অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীরা সেশন চার্জ কমানোর দাবিতে নানা স্লোগান দেন।

একই সঙ্গে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সেশন চার্জ বাড়ানোর বিষয়ে অধ্যক্ষের সঙ্গে কথা বলেন। অধ্যক্ষ এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে এক দিনের সময় নেন।  

আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, ২০১৪ সালে তারা যখন প্রথম বর্ষে ভর্তি হন তখন সেশন চার্জ ছিল এক হাজার ৯০৫ টাকা। এরপর প্রতি বছর সেশন চার্জ বাড়ানো হয়। চতুর্থ বর্ষে তাদের সেশন চার্জ দাবি করা হচ্ছে দুই হাজার ৯০৫ টাকা। হঠাৎ করে এক হাজার টাকা ফি বাড়ানোতে বিপাকে পড়েছে শিক্ষার্থীরা।  

তবে বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শফিকুর রহমান সিকদার বাংলানিউজকে বলেন, তারা কোনো বর্ষের সেশন চার্জ বাড়ায়নি। শিক্ষার্থীদের দাবির বিষয়টি বিবেচনা করে দেখবেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ন‌ভেম্বর ২৪, ২০১৮
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।