ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

১০ মিনিটেই পাল্টে গেল সবকিছু!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
১০ মিনিটেই পাল্টে গেল সবকিছু! নবীগঞ্জে সড়ক দুর্ঘটনা

হবিগঞ্জ: সকাল ৯টায় অফিসে ডিউটির নির্ধারিত সময় ছিল। প্রতিদিনের মতো সকাল ৮টায় বাড়ি থেকে বের হয়ে বাসে উঠেন। বাসে বসেই অপর সহকর্মীকে বলছিলেন- ‘অপেক্ষা করেন, ১০ মিনিটের মধ্যে গাড়ি থেকে নামছি। কিছু সময়ের মধ্যে অফিসে আসবো।’

মৃত্যুর মিনিট ১৫ আগে সহকর্মীকে আশ্বস্ত করছিলেন সঠিক সময়ে কাজে যোগ দিবেন। কিন্তু এই ১০ মিনিটের মধ্যে পাল্টে যায় সবকিছু! অফিসে পৌঁছা হয়নি।

নিথর দেহ উদ্ধার করা হয় দুর্ঘটনা কবলিত বাসের নিচ থেকে।

বলা হচ্ছিলো- শনিবার (২৪ নভেম্বর) সকালে হবিগঞ্জের নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত বিবিয়ানা গ্যাসক্ষেত্রের মেডিক শাফি কামাল চৌধুরীর কথা। মৃত্যুর কিছুক্ষণ আগেও তার সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলেন সহকর্মী এমএ হক।

অপর সহকর্মী বাস দুর্ঘটনার বিষয় জানতে পেরে ফোন করেন শাফি কামালের মোবাইল ফোনে। সারা আসাছিল না ওইদিক থেকে। কয়েকবার চেষ্টা করার পর একজন ফোনটি রিসিভ করে বলেন, ‘এই নম্বরের মালিক’ মারা গেছেন! তার পর তিনি জিজ্ঞেস করেন পড়নে কালো কোর্ট ও আকাশি রংয়ের শার্ট ছিল কি না? উত্তর আসে হ্যাঁ। তখনই বুঝতে বাকি রইল না, তার সহকর্মী আর বেঁচে নেই। কর্মস্থলে নেমে আসে শোকের ছায়া।

নবীগঞ্জের গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাউছার মাহমুদ তোরণ বাংলানিউজকে জানান, সকালে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস পরিবহনের যাত্রীবাহী একটি বাস সিলেট যাচ্ছিল। পথে মিতালী পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে ওই বাসটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান শাফি কামাল চৌধুরী। এ ঘটনায় আহত হন আরও অন্তত ৩০ জন যাত্রী।

নিহত শাফি কামাল চৌধুরী সেন্ট্রি সিকিউরিটি সার্ভিস লিমিটেডের (এসএসএল) হয়ে নবীগঞ্জের বিবিয়ানা গ্যাস প্ল্যান্টে সিকিউরিটি সার্ভিস কো-অর্ডিনেটর পদে চাকরি করতেন।

এসএসএল’র প্রজেক্ট অফিসার আসিফ রেজা বাংলানিউজকে বলেন, শাফি আলম চৌধুরী ওখানে সিকিউরটি সার্ভিস কো-অডির্ডনেটর (মেডিক) পদে কর্মরত ছিলেন। নিহতের পরিবারকে কোম্পানির পক্ষ থেকে আর্থিকসহ নানা সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছে একটি দায়িত্বশীল সূত্র।

এর আগে শাফি আলম চৌধুরী বাংলাদেশ বিমানবাহিনীতে কর্মরত ছিলেন। সেখান থেকে অবসর নিয়ে প্রায় পাঁচ বছর আগে সেন্ট্রি সিকিউরিটি সার্ভিসের হয়ে মেডিক পদে বিবিয়ানা গ্যাস প্ল্যান্টে যোগদান করেন। ব্যক্তিগত জীবন অবিবাহিত তিনি।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।