ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কদমতলীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
কদমতলীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

ঢাকা: রাজধানীর কদমতলীতে সড়ক দুর্ঘটনায় রিয়াদ (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় সুমন (২৪) নামে এক যুবক আহত হয়েছেন।

নিহত রিয়াদ ঢাকা ম্যাচ এলাকায় একটি ওয়াকসপে কাজ করতেন।

রোববার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কদমতলী থানার ঢাকা ম্যাচ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাদের হাসপাতালে উদ্ধার করে নিয়ে আসা যুবক সুভ বাংলানিউজকে জানান, এক যুবককে সঙ্গে নিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলো রিয়াদ। এসময় তাদের মোটরসাইকেলটি ঢাকা ম্যাচ সংলগ্ন রাস্তায় অবস্থানরত একটি পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন।

কদমতলীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বাংলানিউজকে জানান, কদমতলী এলাকায় দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।