ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাজেকে অস্ত্র-গুলিসহ ইউপিডিএফ কালেক্টর আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
সাজেকে অস্ত্র-গুলিসহ ইউপিডিএফ কালেক্টর আটক অস্ত্র-গুলিসহ আটক রিমেন চাকমা। ছবি: বাংলানিউজ

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন থেকে অস্ত্র-গুলিসহ রিমেন চাকমা (২০) নামে প্রসীত গ্রুপের এক কালেক্টরকে আটক করেছে যৌথবাহিনী। 

সোমবার (২৬ নভেম্বর) ভোর ৫টার দিকে সাজেকের করল্যাছড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে একটি এলজি, এক সেট কম্বাইন্ড পোশাক, দুই রাউন্ড গুলি, চাঁদা আদায়ের রশিদ বই ও নগদ দুই লাখ সাড়ে ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

যৌথবাহিনী সূত্রে জানানো হয়- ইউপিডিএফ কালেক্টর রিমেন করল্যাছড়ি গ্রামে ডঙ্গু চাকমার বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। রিমেন ওই এলাকায় দীর্ঘদিন ধরে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল বলে জানান সংশ্লিষ্ঠ সূত্রটি।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আনোয়ার বলেন, আটক রিমেনের বিরুদ্ধে থানায় দু’টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।