ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পানছড়িতে আ’লীগের সভাপতির গাড়িতে হামলা, আহত ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
পানছড়িতে আ’লীগের সভাপতির গাড়িতে হামলা, আহত ৩ পানছড়িতে উপজেলা আওয়ামী লীগ সভাপতির গাড়িতে হামলা-ছবি-বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা আওয়ামী লীগের সভাপতির গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাহারমিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় কুমার দে এবং গাড়িচালক মোহন আহত হয়েছেন।

সোমবার (২৬ নভেম্বর) বেলা ১২টার দিকে পানছড়ি-লোগাং সড়কের মধুমঙ্গল পাড়ায় এ ঘটনা ঘটে। আহতদের পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

এদিকে ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি উপজেলা শহর প্রদক্ষিণ করে। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন, যুবলীগের সাধারণ সম্পাদক নাজির হোসেন ও ছাত্রলীগের সভাপতি শ্রীকান্ত দেব।
 
বক্তারা ঘটনার জন্য প্রসীত খীসার ইউপিডিএফকে দায়ী করে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। এদিকে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা ঘটনার প্রতিবাদে পানছড়ি-খাগড়াছড়ি ও পানছড়ি-লোগাং সড়কে সব ধরনের যানচলাচল বন্ধ করে দেয়।
 
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম বলেন, হামলার ঘটনা ইউপিডিএফ জড়িত থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
 
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
এডি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।