ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে র‌্যাবের হাতে আটক ৭ ছিনতাইকারী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
রাজধানীতে র‌্যাবের হাতে আটক ৭ ছিনতাইকারী র‌্যাবের হাতে আটক সাত ছিনতাইকারী। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সাত সদস্যকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-২) সদস্যরা।

আটককৃত সাত ছিনতাইকারীরা হলেন- নওশাদ (২৪), ইমরান (২২), সোহাগ (২২), মনোয়ার হোসেন (৩৪), সুজন (১৮), বেল্লাল হোসেন বালম (৩০) ও মো. সুজন (১৯)।
 
মঙ্গলবার (২৭ নভেম্বর) বিকেলে র‌্যাব-২ এর অপারেশন কর্মকর্তা এএসপি মোহাম্মদ সাইফুল মালিক বিষয়টি বাংলানিউজকে জানান।


 
তিনি জানান, শেরেবাংলা নগর থানাধীন কলেজগেট, শিশুমেলা এলাকায় ফুটপাত থেকে ওই সাত ছিনতাইকারীকে আটক করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিল। এ চক্রটি মূলত শিশুমেলায় আগত দর্শনার্থী ও রাস্তা পারাপারে সময় সাধারণ জনগণের সঙ্গে থাকা ব্যাগ ছুরি দিয়ে কেটে গুরুত্বপূর্ণ মালামাল ছিনতাই করে পালিয়ে যেতো। এ সময় তাদের কাছ থেকে দুইটি ছুরি, একটি ছুরি, পাঁচটি ব্লেড ও পাঁচটি মোবাইল উদ্ধার করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।