ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পদত্যাগ করলেন রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
পদত্যাগ করলেন রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান

সিরাজগঞ্জ: বিএনপির দলীয় মনোনয়নের চিঠি হাতে পেয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন ভিপি আইনুল হক। 

মঙ্গলবার (২৭ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসক বরাবর পদত্যাগ পত্রটি ই-মেইলে পাঠিয়ে দেন। এর আগে সোমবার (২৬ নভেম্বর) রাতে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) সংসদীয় আসনে বিএনপি দলীয় মনোনয়নের চিঠি হাতে পান তিনি।

 

সন্ধ্যার দিকে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন পদত্যাগী উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা ভিপি আইনুল হক।  

তিনি বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে দলীয় মনোনয়নের চিঠি পাওয়ার পর আমি নিজ জ্ঞানে, সুস্থ শরীরে এবং স্বেচ্ছায় ই-মেইলের মাধ্যমে পদত্যাগ করেছি। সেইসঙ্গে বিএনপির হারানো আসনটি পুনরুদ্ধার করতে আবারও বিএনপিসহ সর্বস্তরের জনসাধারণকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান করছি।  

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।