ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীতে ট্রেনের ধাক্কায় ৪ বাসযাত্রী নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
ফেনীতে ট্রেনের ধাক্কায় ৪ বাসযাত্রী নিহত 

ফেনী: ফেনীর শর্শদী এলাকায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী একটি বাসের নারী ও শিশুসহ চার যাত্রী নিহত হয়েছেন। 

বুধবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ফেনী-কৈখালী রুটের ওই বাসটি রেলক্রসিংয়ে উঠে গেলে তখন সেটিকে ধাক্কা দেয় নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি।  

নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে।

এরা হলেন ফেনী সদর উপজেলার দক্ষিণ শর্শদী এলাকার মনসুর আহমেদ (২৬) ও মো. দোলন (৩২ এবং দক্ষিণ আবুপুর এলাকার আবুল বাশার (৫৫)। শিশুটির নাম-পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনায় আহত হয়েছেন বাসের চালক মুনীর, ফেনী সদর উপজেলার নতুন বাজার এলাকার মোহাম্মদ মাসুম (২৫), শর্শদী বাজার এলাকার হোটেল ব্যবসায়ী দুলাল (৪০) ও রহিম (২২)।  

রহিম বাংলানিউজকে জানান, বাসটি কৈখালী থেকে ফেনী আসার পথে শর্শদী বাজারের রেলক্রসিংয়ে রেললাইনের উপর উঠলে চট্টগ্রাম থেকে আসা নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। বাসে যাত্রী ছিলেন ৮ জন। তারা সবাই কৈখালী থেকে ফেনী শহরে আসছিলেন ।  

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন অর রশিদ দুর্ঘটনার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
এসএইচডি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।