ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
সাতক্ষীরায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সাতক্ষীরা: সাতক্ষীরায় স্ত্রী নাসিমা খাতুনকে হত্যার দায়ে স্বামী জালাল সানাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার এ রায় দেন।  

দণ্ডপ্রাপ্ত জালাল সানা জেলার কালিগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুল সানার ছেলে।

 

সাতক্ষীরা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট তপন কুমার দাশ বাংলানিউজকে জানান, পারিবারিক কলহের জের ধরে চলিত বছরের ১৩ মার্চ রাতে জালাল সানা তার স্ত্রী নাসিমা খাতুনকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহতের বাবা আনোয়ার আলী মোড়ল বাদী হয়ে ১৪ মার্চ কালিগঞ্জ থানায় মামলা করেন।  

মামলার তদন্তকারী কর্মকর্তা সোহরাব হোসেন ১৭ মে জালাল সানার বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। মামলায় ১৩ জনের সাক্ষ্য গ্রহণ ও নথি পর্যালোচনা করে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮ আপডেট: ১৬১৯ ঘণ্টা
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।