ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সৈয়দপুর সেনানিবাসে সমাপনী কুচকাওয়াজ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
সৈয়দপুর সেনানিবাসে সমাপনী কুচকাওয়াজ  প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ২০১৮-২ ব্যাচ

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইএমই) সেন্টার অ্যান্ড স্কুলের  ২০১৮-২ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকালে সেনানিবাসের শহীদ ক্যাপ্টেন নুরুল আবসার প্যারেড গ্রাউন্ডে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কুচকাওয়াজ প্রদর্শন ও অভিবাদন গ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মাসুদ রাজ্জাক।

সৈয়দপুর সেনানিবাসের ইএমই সেন্টার অ্যন্ড স্কুলের কমান্ডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. সোহায়েল হোসেন খান এ সময় উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, জেলা প্রশাসক (ডিসি) নাজিয়া শিরিণ, সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম গোলাম বিবরিয়াসহ বিভিন্ন পর্যায়ের সামরিক-বেসামরিক কর্মকর্তা, সেনা সদস্যদের পরিবার ও নতুন সৈনিকদের অভিভাবকরা কুচকাওয়াজ উপভোগ করেন।

ইএমই কোরের ৪৪৬ জন নতুন সৈনিক দুই পর্যায়ে ৪৫ সপ্তাহ মেয়াদি বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ নিয়েছেন। এর মধ্যে রয়েছেন ২০ নারী সৈনিক। তারাও ওই সমাপনী কুচকাওয়াজে অংশ নেন। এবারই প্রথমবারের মতো একজন নারী মেজর জান্নাতুন জেইন প্যারেড কমান্ডার হিসাবে কুচকাওয়াজে নেতৃত্ব দেন।

প্রশিক্ষণ সময়ে সব বিষয়ে কৃতিত্ব প্রদর্শনের জন্য নতুন সৈনিক রিক্রুট ইঞ্জিন মেকানিক (এয়ারক্রাফ্ট) বুলবুল আহমদেকে শ্রেষ্ঠ রিক্রুট ও রিক্রুট জিডি মিসকাত আকতারকে দ্বিতীয় শ্রেষ্ঠ রিক্রুট ঘোষণা দেওয়া হয়। প্রধান অতিথি তাদের হাতে ক্রেস্ট তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।