ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কলেজছাত্র রাকিব হত্যা মামলার আসামি আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
কলেজছাত্র রাকিব হত্যা মামলার আসামি আটক র‌্যাবের হাতে আটক রায়হান। ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: ঝালকাঠির সরকারি নলছিটি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র রাকিব হত্যা মামলার পলাতক আসামি মো. রায়হানকে (২৮) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ের (র‌্যাব) সদস্যরা।

আটক রায়হান নলছিটি উপজেলার সবুজবাগ এলাকার আইয়ুব আলীর ছেলে।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার রূপসা থানার আইচগাতি এলাকায় থেকে তাকে আটক করা হয়।

দুপুরে বরিশাল র‌্যাব-৮’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রায়হান স্বীকার করেছে, সে কলেজছাত্র রাকিব হোসেনের হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামি।

গত ২১ নভেম্বর (বুধবার) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে রাকিব হোসেনকে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা করে সহপাঠীরা। এ ঘটনায় নিহত রাকিবের বাবা রিকশাচালক মাসুম হোসেন বাদী হয়ে ২২ নভেম্বর (বৃহস্পতিবার) নলছিটি থানায় ১৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

বাংলা‌দেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ন‌ভেম্বর ২৯, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।