ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধর্ষণের মামলায় আদম ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
ধর্ষণের মামলায় আদম ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড

বরিশাল: বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় এক আদম ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

একইসঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।  

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) আসামির অনুপস্থিতিতে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ এই দণ্ডাদেশ দিয়েছেন।

 

দণ্ডিত আদম ব্যবসায়ী ইউসুফ ব্যাপারি বরিশালের উজিরপুর উপজেলার কাঞ্চন ব্যাপারির ছেলে।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান, ইউসুফ ব্যাপারি দীর্ঘদিন কুয়েতে থাকতেন। ভিকটিমসহ একই এলাকার চারজনকে কুয়েতে চাকরির প্রলোভন দেখিয়ে ২০০৭ সালের ১ নভেম্বর ৩ লাখ টাকা নেন। ওইদিনই ঘরে কেউ না থাকার সুযোগে ভিকটিমকে ধর্ষণ করেন।  

পরে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় বিয়ের জন্য বললে ২০০৮ সালের ১৮ এপ্রিল ইউসুফ অস্বীকার করেন।  

এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে ওই মাসের ২৪ তারিখে আদালতে মামলা করেন। একই বছরের ১৫ জুলাই আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন উজিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কাশেম হাওলাদার।  

নয়জনের সাক্ষ্য নিয়ে আদালত বৃহস্পতিবার ইউসুফ ব্যাপারির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।  

বাংলা‌দেশ সময়: ০১০২ ঘণ্টা, ন‌ভেম্বর ৩০, ২০১৮
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।