ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুখোমুখি তাবলিগের দু’গ্রুপ, বিমানবন্দর সড়কে তীব্র যানজট

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৮
মুখোমুখি তাবলিগের দু’গ্রুপ, বিমানবন্দর সড়কে তীব্র যানজট

ঢাকা: রাজধানীর আশকোনা এলাকায় তাবলিগ জামায়াতের বিবাদমান দুই গ্রুপ ধাওয়া-পাল্টা ও সংঘর্ষে জড়ানোর পর মুখোমুখি অবস্থান নিয়েছে। এতে বিমানবন্দর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সে কারণে সকালেই ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলগামী মানুষ।

শনিবার (১ ডিসেম্বর) ভোর থেকে দু’টি পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষ হয়। এরপর দু’টি পক্ষই বিমানবন্দরের মূল সড়কে মুখোমুখি অবস্থান নেয়।

এ কারণে যানজট ঠেকেছে বিমানবন্দর সড়ক সংলগ্ন খিলক্ষেত, কুড়িল, বনানী, মিরপুরসহ আশপাশের সংযোগ সড়কগুলোতেও।

ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক (উত্তর) বিভাগের উপ-কমিশনার (ডিসি) প্রবীর কুমার বাংলানিউজকে জানান, ভোর থেকেই আশকোনা এলাকায় অবস্থান নিয়েছে তাবলিগ জামাতের দুই গ্রুপ। একপক্ষ বিমানবন্দরের বিপরীতে আশকোনা এলাকায়, আরেকপক্ষ অবস্থান নিয়েছে আব্দুল্লাহপুরে।

সড়কে তাবলিগ জামাতের একটি পক্ষ।  ছবি: বাংলানিউজতিনি বলেন, সড়কে যান চলাচল স্বাভাবিক করতে আমরা চেষ্টা করছি। অন্তত রাস্তার একপাশে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

তাবলিগের মুরব্বিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৩০ নভেম্বর থেকে (৪ ডিসেম্বর পর্যন্ত) ৫ দিনের জোড় (সম্মিলন) আয়োজন করার কথা ছিল ভারতের তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের। আর তাবলিগের দেওবন্দপন্থীরা ঘোষণা দিয়েছেন, তারা ৭ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত জোড় আয়োজন করবেন। সাদপন্থীদের আগামী ১১ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত তিন দিনের ইজতেমা এবং দেওবন্দপন্থীদের আগামী ১৮ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত তিন দিনের ইজতেমা করার কথা রয়েছে।

এই বিবাদের জেরে আগে থেকেই ইজতেমা ময়দানে দেওবন্দপন্থীরা মাঠ দখল করে পাহারা দিচ্ছে বলে গত ২৯ নভেম্বর সংবাদ সম্মেলনে দাবি করেন সাদপন্থীরা। এক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনার ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনাও করেন সাদপন্থী তাবলিগের অনুসারীরা। বাঁয়ে গাজীপুরমুখী বিমানবন্দর সড়ক, ডানে বনানীমুখী সড়ক।  ছবি: বাংলানিউজসাদপন্থীরা বলছেন, তাদের আয়োজনকে ঠেকাতে আরেক গ্রুপ ভোরে ঢাকা থেকে টঙ্গীমুখী সড়কে অবস্থান নিলেই এই অবস্থার সৃষ্টি হয়।

এদিকে, দুই পক্ষের অবস্থানের কারণে সকালেই তীব্র ভোগান্তিতে পড়েছেন অফিসসহ কর্মস্থলগামী লোকজন। মিরপুরের জিল্লুর রহমান ফ্লাইওভার থেকে কুড়িল হয়ে বারিধারায় পৌঁছাতে সাধারণত ১০ মিনিট লাগলেও শনিবার ঘণ্টায় পৌঁছাতে পারেননি অনেকে। এই জটের কারণে অনেককেই হেঁটে গন্তব্যে রওয়ানা হতে দেখা যায়।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৮
আরএস/জেডএস/পিএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।