ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাবনায় কাঠবোঝাই ট্রাক উল্টে তিন শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৮
পাবনায় কাঠবোঝাই ট্রাক উল্টে তিন শ্রমিক নিহত উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। ছবি বাংলানিউজ

পাবনা: পাবনা-ঈশ্বরদী মহাসড়কের নূরপুর বাইপাস এলাকায় কাঠবোঝাই ট্রাকচাপায় তিন শ্রমিক নিহত হয়েছেন। রোববার (০২ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাটমোহর উপজেলার আটলঙ্কা নতুনপাড়া গ্রামের আহমেদ আলী (৪৮), একই উপজেলার বালুদিয়া গ্রামের শাহিন আলম (৫০) ও কচুগাড়ি গ্রামের রবিউল (৪৫)।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।



স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাঠবোঝাই একটি ট্রাক সদর উপজেলার কাঁচপাড়া থেকে বাস টার্মিনাল এলাকার দিকে যাওয়ার সময় নূরপুর বাইপাস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিন শ্রমিক নিহত হন। আহত একজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ০৮৫২ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।