ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে বৈধ ২৮ প্রার্থী, বাতিল ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৮
কক্সবাজারে বৈধ ২৮ প্রার্থী, বাতিল ৪

কক্সবাজার: কক্সবাজারের চারটি সংসদীয় আসনের মধ্যে মনোনয়ন পত্র যাচাই-বাছাইকালে ৩২ জনের মধ্যে  চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

রোববার  (০২ ডিসেম্বর) সকাল থেকে কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউজের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই চলে।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ মোহিবুল্লাহ।

একই আসনের মহেশখালী উপজেলা বিএনপি’র আহবায়ক স্বতন্ত্র প্রার্থী আবু বক্কর সিদ্দিক, কক্সবাজার-৩ (সদর- রামু) আসনে কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে স্বতন্ত্র প্রার্থী পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন।

এদের বিরুদ্ধে ট্যাক্স ফাঁকি ও সম্পদের বিবরণী জমা না দেয়া, স্বাক্ষরে জালিয়াতি ও অসম্পূর্ণ আবেদনের কারণে মনোনয়ন পত্র বাতিল করা হয়।

তবে কক্সবাজার-৩ আসনের বিএনপির প্রার্থী লুৎফর রহমান কাজলের মনোনয়নের বৈধতা নিয়ে জটিলতা তৈরী হলেও পরে তা বৈধ ঘোষনা করা হয়েছে বলে জানান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আবসার।

জানা গেছে,কক্সবাজার-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী লুৎফুর রহমান কাজলের দাখিলকৃত মনোনয়নপত্রের বৈধতার ব্যাপারে একই আসনের আওয়ামীলীগের প্রার্থী সাইমুম সরওয়ার কমল ও তার লিগ্যাল এডভাইজার এডভোকেট ফরিদুল আলম মনোনয়নপত্র বাছাই চলাকালে লুৎফুর রহমান কাজলের আয়কর প্রদান সংক্রান্ত একটি অভিযোগ উঠান। তখন রিটার্নিং অফিসার মো. কামাল হোসেন বিএনপি’র প্রার্থী লুৎফুর রহমান কাজলের মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে আরও যাচাই-বাছাই করে  বিকেলের দিকে সিদ্বান্ত দেওয়া হয়।

এসময় রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. কামাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল অাফসার, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমদসহ সকল সহকারী রিটার্নিং অফিসার ও  সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, বাছাইয়ে উত্তীর্ণ হওয়ার পরও কেউ প্রার্থীতা প্রত্যাহার করতে চাইলে ৯ ডিসেম্বরের মধ্যে তার মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। ১০ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক বরাদ্দের পরই আনুষ্ঠানিকভাবে প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন।

৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। পরদিন থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। ২৮ নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল। ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৮
এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।