ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৮
ফেনীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে, ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীর দাগনভূঞার দুধমুখা এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মধ্যে সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার (০৩ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পরে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর সালেহ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, এ ঘটনায় ঘটনাস্থলেই এক নারী নিহত হন। তাকে নোয়াখালীর বসুরহাট এলাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেনী আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবদুল কাদের বাংলানিউজকে বলেন, ফেনী সদর হাসপাতালে এ ঘটনায় পাঁচজনকে আনা হয়েছে। এর মধ্যে দু’টি ছিল মরদেহ। বাকি তিনজনের মধ্যে গুরুতর আহত অবস্থায় দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ দুইজনের মধ্যে আবার এক শিশুর অবস্থা আশঙ্কাজনক ছিল। পরে চট্টগ্রাম হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।   আর আরেকজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আবু জাফর সালেহ বলেন, নিহতদের মধ্যে রয়েছে সিএনজি চালক ইসমাইল। তার বাড়ি নোয়াখালী জেলার সেনবাগে। বাকিদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, ঘাতক বাসটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৮
এসএইচডি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।