ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৮
দিনাজপুরে বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষক ছবি: বাংলানিউজ

দিনাজপুর: আমন ধান কাটা শেষ হতে না হতেই দিনাজপুরে আগাম বোরো বীজতলা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা।এ বছর ২ লাখ ৫৬ হাজার ১৩২ হেক্টর জমিতে বোরো ধান রোপণ করা হবে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে।

সরেজমিনে দেখা যায়, আমন ধান কাটা এখনো পুরোপুরিভাবে শেষ হয়নি। এখনও ১৫ ভাগ ক্ষেতে পাকা ধান রয়েছে।

আমন মৌসুম শেষ হতে না হতেই জেলার ১৩টি উপজেলার কৃষকরা আগাম বোরো বীজতলা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন। একদিকে চলছে কর্তন মাড়াইয়ের উৎসব অন্যদিকে আগাম বোরো ফসল উৎপাদনের জন্য বীজতলা তৈরির কাজ।

আগামী ১০ দিনের মধ্যে অবশিষ্ট পাকা ধান কাটা হবে। আমন ধান কাটা হলেই আগাম বোরো বীজতলা রোপণ করা হবে।  

এ বিষয়ে ক্ষুদ্র প্রান্তিক শ্রেণির কৃষকেরা বাংলানিউজকে জানায়, চলতি বছর আমন ধানের আশানুরূপ ফলন হয়েছে। তবে ধানের দাম নিয়ে দুশ্চিন্তায় রয়েছে কৃষকেরা ।

দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ৭নং দাউদপুর ইউনিয়নের দুমাইল গ্রামের কৃষক লতিফ মিয়া বাংলানিউজকে জানান, তার দুমাইল গ্রামের কিছু জমিতে এখনো পাকা ধান কাটা হয়নি। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে তিনি আগাম বোরো বীজতলা তৈরি শুরু করেছেন। নতুন জমি তৈরি হতে ১০ থেকে ১৫ দিন সময় লাগবে। জমি তৈরি হলেই এই বীজতলা রোপণ করবেন।

একই কথা বলেন দিনাজপুর সদর উপজেলার পূর্ব ফরিদপুর গ্রামের কৃষক হাফিজুর রহমান। তিনি বাংলানিউজকে জানান, আগাম আমন ধান চাষ করে এবার কৃষকরা কিছু লাভ করেছে। তাই কিছু কিছু জমিতে আগাম বোরো বীজতলা তৈরি করছেন যা কিছুদিন পর নতুন জমিতে রোপণ করবেন। আবহাওয়া প্রতিকূল থাকলে এবার বোরো ধানেরও বেশি ফলন পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ০৬০২ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৮
এনটি/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।