ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নওগাঁয় মাদকসহ ৩ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৮
নওগাঁয় মাদকসহ ৩ বিক্রেতা আটক

নওগাঁ: নওগাঁর পত্নীতলা ও বদলগাছী উপজেলা থেকে মাদকসহ তিন বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) সকাল ও দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করে।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম শামসুদ্দিন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলার আখিড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে মো. তোতা মিয়া (৩৪) নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়।

এসময় তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ১২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তোতা মিয়া উপজেলার হালিমনগর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।

অন্যদিকে সকালে বদলগাছী উপজেলার চকগোপিনাথ গ্রাম থেকে ৫২ পিস ইয়াবাসহ ওই গ্রামের জাহিদুল ইসলাম (৫০) ও মাহামুদুল হোসেন (৩৫) নামে দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়। আটকের পর তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।