ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টেকনাফে নাফ নদীতে বিজিবি-বিজিপির যৌথ টহল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৮
টেকনাফে নাফ নদীতে বিজিবি-বিজিপির যৌথ টহল বিজিবি ও বিজিপি যৌথ টহল দিয়েছে। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: টেকনাফের নাফ নদীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) যৌথ টহল দিয়েছে।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত এ টহল চলে।

টেকনাফ-২ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার বাংলানিউজকে জানান, শাহপরীরদ্বীপ বিওপির সুবেদার নজরুল ইসলামের নেতৃত্বে ১৩ সদস্যের একটি টহল দল এবং মিয়ানমার বর্ডার পুলিশ ব্রাঞ্চের অধীনে মেগিচং ক্যাম্পের পুলিশ ক্যাপ্টেন ক্যা থ্যাং উ এর নেতৃত্বে ১৫ সদস্যর টহল দল বিআরএম-০২ থেকে বিআরএম-০৫ পর্যন্ত নাফ নদীতে একটি যৌথ সমন্বয় টহল পরিচালনা করে।

এ সময়  ইয়াবা, নারী ও শিশু পাচারসহ মানব পাচার প্রতিরোধে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া সীমান্তে সংগঠিত যেকোনো বিষয়ে বিওপি, ক্যাম্প, ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে সমাধানের বিষয়ে একমত হয়েছে দু’দেশ।

বিজিবি জানিয়েছে, গত মার্চ  মাসে চারটি, জুনে চারটি, জুলাইতে পাঁচটি, আগস্টে পাঁচটি, সেপ্টেম্বরে পাঁচটি, অক্টোবরে পাঁচটি, নভেম্বরে পাঁচটি, ডিসেম্বরে একটিসহ মোট ৩৪টি যৌথ টহল সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণভাবে শেষ করেছে।  

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৮
এসবি/এপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।