ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হরিরামপুরে লেপ-তোষকের দোকানে অগ্নিকাণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৮
হরিরামপুরে লেপ-তোষকের দোকানে অগ্নিকাণ্ড

মানিকগঞ্জ: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই বাজারের দু'টি দোকান পুড়ে যায়। এ ঘটনায় দুই ব্যবসায়ী আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন- ওই বাজারের ব্যবসায়ী মানিক মিয়া ও নূরুল ইসলাম।

তাদেরকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঝিটকা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, সকাল ১০টার দিকে ঝিটকা বাজারের বাবুল হোসেনের লেপ-তোষকের দোকানে আগুনের সূত্রপাত। এরপর তা পাশের শহীদুলের চালের গুদামঘরে ছড়িয়ে পড়ে। এ সময় বাজারের ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা করেন। এতে ব্যবসায়ী মানিক মিয়া ও নূরুল ইসলাম আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়। এতে ব্যবসায়ীদের কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাবজাল হোসেন বাংলানিউজকে জানান, অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট কিংবা সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৮
কেএসএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।