ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বুড়িমারীতে চার দেশীয় বাণিজ্যিক বৈঠক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৮
বুড়িমারীতে চার দেশীয় বাণিজ্যিক বৈঠক বুড়িমারীতে চার দেশীয় বাণিজ্যিক বৈঠক। ছবি : বাংলানিউজ

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের চার দেশীয় আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বুড়িমারী স্থলবন্দর হলরুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বুড়িমারী স্থলবন্দরের কাস্টমসের সহকারী কমিশনার (এসি) খায়রুল বাশারের সভাপতিত্বে চার দেশীয় প্রতিনিধিরা ব্যবসা সম্পর্কীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশ কাস্টমসের রংপুর বিভাগীয় সহকারী কমিশনার আব্দুল মান্নান সরদার, ভুটানের আঞ্চলিক পরিচালক সোনাম দরজি, ভারতের অতিরিক্ত কমিশনার শ্রী রামেশ ভার মিনা ও নেপালের চিফ কাস্টম অফিসার টেক বাহাদুর আরিয়াল নিজ দেশের প্রতিনিধিদের নেতৃত্ব দেন।

বৈঠকে বাংলাদেশের পাঁচ জন, নেপালের তিন জন, ভুটান ও ভারতের চার জন করে প্রতিনিধি অংশগ্রহণ করেন। তারা চার দেশীয় আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করে কিছু সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৮
এমএমইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।