ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অরিত্রীর আত্মহনন: ব্যবস্থা নিতে র‌্যাব-পুলিশকে চিঠি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৮
অরিত্রীর আত্মহনন: ব্যবস্থা নিতে র‌্যাব-পুলিশকে চিঠি

ঢাকা: ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহননের ঘটনায় তদন্তে অভিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৗসসহ তিন শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় আইনগত ব্যবস্থা গ্রহণসহ বেতন-ভাতা বন্ধের জন্য চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব আনোয়ারুল হক স্বাক্ষরিত পৃথক চিঠি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক, ঢাকা শিক্ষা বোর্ড এবং পুলিশ ও র‌্যাব প্রধানকে পাঠানো হয়েছে।

অভিভাবকদের ডেকে অপমানের জের ধরে অরিত্রীর আত্মহননের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটির তিন শিক্ষকের বিরুদ্ধে আত্মহননের প্ররোচণার অভিযোগ পায়।

অপর দুই শিক্ষক হলেন- প্রভাতী শাখার প্রধান জিন্নাত আখতার এবং শ্রেণি শিক্ষক হাসনা হেনা।  

বুধবার (০৫ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংবাদ সম্মেলনে করে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ তিন শিক্ষককে বরখাস্ত এবং তাদের এমপিও বাতিলের নির্দেশ দেন। এরপরই চিঠি দেয় শিক্ষা মন্ত্রণালয়।

ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, অরিত্রীর আত্মহত্যার বিষয়ে তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত তিনজন শিক্ষককে বরখাস্তসহ তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালককে পৃথক চিঠিতে তিন শিক্ষকের বেতন-ভাতা বন্ধের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।  

আরেকটি চিঠি ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও র‌্যাব মহাপরিচালক‌কে পাঠানো হয়েছে। এতে তিন শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে শিক্ষামন্ত্রী বলেছিলেন, পুলিশের সঙ্গে যোগাযোগ হয়েছে, পুলিশও হাত গুটিয়ে বসে থাকতে পারবে না। থানাও যোগাযোগ করেছে আমাদের সঙ্গে। আমি আশা করছি তারাও ব্যবস্থা নেবেন। থলের বিড়াল বেরিয়ে আসবে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৮
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।