ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মার্কিন রাষ্ট্রদূতের শ্রদ্ধা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৮
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মার্কিন রাষ্ট্রদূতের শ্রদ্ধা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের শ্রদ্ধা

ঢাকা: বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার  ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন। সেখানে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।

ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের ফেসবুক পেজ থেকে বুধবার ( ৫ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সম্প্রতি ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন রাবার্ট মিলার।

তিনি জাদুঘরে রাখা স্বাক্ষর বইতে লিখেছেন, ‘বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি সম্মান রেখেই আমরা একযোগে কাজ করবো। আগামীতে সামনে এগিয়ে যাবো। ’ 

এর আগে ২৯ নভেম্বর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেন রবার্ট মিলার। সে সময় মার্কিন রাষ্ট্রদূত রাষ্ট্রপতির সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে আলোচনা করেন।

আর্ল রবার্ট  মিলার গত ১৮ নভেম্বর ঢাকায় আসেন। মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বিদায় নেয়ার আগেই দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত হিসেবে রবার্ট মিলারের নাম ঘোষণা করেন।  

গত ১৩ অক্টোবর মার্কিন সিনেটে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে অনুমোদনও পান আর্ল রবার্ট মিলার। সে অনুযায়ী গত ১৮ নভেম্বর তিনি ঢাকায় আসেন।

প্রায় চার বছর ঢাকায় দায়িত্ব পালন শেষে গত ২ নভেম্বর বিদায় নেন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৮
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।