ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অধ্যক্ষসহ ৩ জনকে বহিষ্কারের চিঠি, শুক্রবার থেকে পরীক্ষা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৪ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৮
অধ্যক্ষসহ ৩ জনকে বহিষ্কারের চিঠি, শুক্রবার থেকে পরীক্ষা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ/ছবি: শাকিল

ঢাকা: ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের সুপারিস অনুযায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌসসহ তিন শিক্ষককে বহিষ্কারের চিঠি দেওয়া হচ্ছে।

স্কুলের নিয়মিত পরীক্ষা শুক্রবার (০৭ ডিসেম্বর) থেকে এবং কলেজ শাখার ক্লাস শুরু হবে রোববার (০৯ ডিসেম্বর) থেকে।

বুধবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি মুশতারী সুলতানা বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজকের বৈঠকে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এসেছিলেন, তিনি শুক্রবার থেকে পরীক্ষা শুরু করতে বলেছেন। সার্বিক দিক বিবেচনায় আমরা ছাত্রীদের বৃহস্পতিবার সময় দিয়েছি। পূর্ব নির্ধারিত আজকের পরীক্ষাটা শুক্রবার নেওয়া হবে এবং আগামীকালের পরীক্ষাটা সবশেষে নেওয়া হবে। অর্থাৎ ১০ ডিসেম্বর পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল, এখন ১১ ডিসেম্বর পরীক্ষা শেষ হবে।

এছাড়া, কলেজ শাখার ক্লাস রোববার থেকে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, মন্ত্রণালয়ের সুপারিস অনুযায়ী আমরা তিন শিক্ষককে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে চিঠি লেখা হচ্ছে, ঘণ্টাখানেকের মধ্যে তাদের চিঠি পৌঁছে দেওয়া হবে।

বডির সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী যোগ্যতার বিবেচনায় আগামী ২-৩ দিনের মধ্যেই নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেওয়া হবে বলেও জানান মুশতারী সুলতানা।

এর আগে অরিত্রীর আত্মহত্যার ঘটনায় সৃষ্ট অচলাবস্থায় করণীয় নির্ধারণ করতে বৈঠকে বসে প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সদস্যরা।  

বৈঠক শুরুর আগে গভর্নিং বডির চেয়ারম্যান গোলাম আশরাফ তালুকদার সাংবাদিকদের বলেন, মন্ত্রণালয়ের সুপারিশ বাস্তবায়নে আমরা বৈঠকে বসছি। বৈঠক থেকে অধ্যক্ষ নাজনীন ফেরদৌসসহ ৩ শিক্ষককে বরখাস্তের সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। গভর্নিং বডির পদত্যাগের বিষয়ে আমি অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলবো। গভর্নিং বডির পদত্যাগে স্কুল যেন শূন্য না হয় সে বিষয়ে আলোচনা করা হবে।

অরিত্রীর মৃত্যুর জন্য শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবক কেউই দায়মুক্ত নয় বলে মন্তব্য করেন তিনি।
 
এদিকে, যে গভর্নিং বডির অপসারণের দাবি জানানো হয়েছে সেই বডির সদস্যদের বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনরত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। তাই গভর্নিং বডির অপসারণসহ ৬ দফা দাবি আদায়ে বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) সকাল থেকে ফের অবস্থানের কথা জানিয়েছেন তারা। তাদের আন্দোলনে সমর্থন দিয়েছেন তাদের অভিভাবকরাও।

বুধবার (০৫ ডিসেম্বর) বিকেলে দ্বিতীয়দিনের মতো আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীদের পক্ষে প্রতিষ্ঠানটির ৯ম শ্রেণির শিক্ষার্থী আনুষ্কা রায় বলেন, আমাদের ৬ দফার অন্যতম দাবি হচ্ছে গভর্নিং বডির অপসারণ। তাহলে তারা এখন বৈঠক করছেন আর তাদের সিদ্ধান্ত আমরা কিভাবে মেনে নেব। ছয় দফা দাবিতে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আমরা আবারও অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করবো।

ছয়দফা দাবিগুলো হলো- অধ্যক্ষসহ অন্য শিক্ষকদের পদত্যাগের লিখিত আদেশ জনসম্মুখে দেখাতে হবে এবং আত্মহত্যার প্ররোচনার দায়ে প্রচলিত বিধান অনুযায়ী তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, ভিকারুননিসা স্কুলে শারীরিক ও মানসিক নির্যাতন বন্ধ করতে হবে, কথায় কথায় বহিষ্কারের ভয় দেখানো যাবে না এবং অপরাধ অনুযায়ী শাস্তির জন্য ডিটেনশন পলিসি চালু করতে হবে, মানসিক সুস্থতার জন্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মানসিক চিকিৎসক দিয়ে কাউন্সিলিং করতে হবে, গভর্নিং বডির সবাইকে অপসারণ করতে হবে, ঘটনার জন্য অরিত্রীর বাবা-মায়ের কাছে জনসম্মূখে ক্ষমা চাইতে হবে।

সোমবার (৩ ডিসেম্বর) দুপুরের দিকে রাজধানীর শান্তিনগরে গলায় ফাঁস দিয়ে অরিত্রী অধিকারী (১৫) নামে ভিকারুননিসার এক ছাত্রী আত্মহত্যা করে। অরিত্রী শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শাখার নবম শ্রেণির ছাত্রী ছিলো।

সোমবার (৩ ডিসেম্বর) দুপুরের দিকে রাজধানীর শান্তিনগরে গলায় ফাঁস দিয়ে অরিত্রী অধিকারী (১৫) নামে ভিকারুননিসার এক স্কুলছাত্রী আত্মহত্যা করে। অরিত্রী শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শাখার নবম শ্রেণির ছাত্রী ছিল।

এ ঘটনায় মঙ্গলবার রাতে রাজধানীর পল্টন থানায় ‘আত্মহত্যার প্ররোচণাকারী’ হিসেবে তিনজনের বিরুদ্ধে মামলা করেন অরিত্রীর বাবা। মামলার আসামিরা হচ্ছেন অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতী শাখার প্রধান জিনাত আক্তার ও শ্রেণি শিক্ষিকা হাসনা হেনা।

**৬ দফা দাবিতে বৃহস্পতিবার ছাত্রীদের ফের ‍অবস্থান 

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৮ 
পিএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।