ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুক্তদিবস উপলক্ষে লালমনিরহাটে র‍্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৮
মুক্তদিবস উপলক্ষে লালমনিরহাটে র‍্যালি মুক্তদিবস উপলক্ষে র‍্যালি। ছবি: বাংলানিউজ

লালমনিরহাট: নানা আয়োজনের মধ্য দিয়ে লালমনিরহাটে পাকিস্তানি হানাদার মুক্তদিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে লালমনিরহাটকে হানাদার মুক্ত করে মুক্তিযোদ্ধারা।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ ডাকবাংলো মাঠে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক শফিউল আরিফ, পুলিশ সুপার এসএম রশিদুল হক, সিভিল সার্জন ডা. কাশেম আলী, ক্যাপ্টেন (অব) আজিজুল হক, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বিদু ভুষন রায় প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।