ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে ইয়াবাসহ বাসচালক-হেলপার আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
কক্সবাজারে ইয়াবাসহ বাসচালক-হেলপার আটক

কক্সবাজার: কক্সবাজারে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত সন্দেহ বাসের চালক ও হেলপারসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

আটকরা হলেন- বাসের চালক মো. ইব্রাহীম (৪০), হেলপার মো. বাবলু (২৫) ও মো. এরশাদ মিয়া (৩০)।

সোমবার (১০ ডিসেম্বর) শহরের লিংকরোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় বাসে তল্লাশি চালিয়ে ৯ হাজার ২শ’ পিস ইয়াবা ও সাড়ে ৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহদী হাসান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসে তল্লাশি অভিযান চালায় র‌্যাবের একটি দল। এ সময় বাস থেকে ৯ হাজার ২শ’ পিস ইয়াবা ও সাড়ে ৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, আটকদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
এসবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।