ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু সেতুর টোল আদায়ে বিঘ্ন, দুই প্রান্তে পরিবহন জট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
বঙ্গবন্ধু সেতুর টোল আদায়ে বিঘ্ন, দুই প্রান্তে পরিবহন জট টোল প্লাজায় গাড়ির সারি

সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতুর টোলপ্লাজায় নেটওয়ার্ক ডাউন থাকায় প্রায় দুই ঘণ্টাব্যাপী টোল আদায় বন্ধ রয়েছে। এ কারণে সেতুর দুই প্রান্তে দীর্ঘ পরিবহন জটের সৃষ্টি হয়েছে।

রোববার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সোয়া ১২টা) সেতুতে সব ধরনের যানচলাচল বন্ধ রয়েছে। এতে সেতুর দুপাড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

 

বঙ্গবন্ধু সেতুর সেতুর ট্যাগ বিভাগের ডাটা এন্ট্রি অপারেটর আব্দুল আলীম নেটওয়ার্ক ডাউনের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ১০টা থেকে সেতুর উভয় টোলপ্লাজায় টোল আদায় বন্ধ রয়েছে।  

বিবিএ কর্তৃপক্ষের বরাত দিয়ে তিনি আরো জানান, সেতুতে টোল আদায়ের সিস্টেম অচল হয়ে পড়ার কারণে উভয় পাড়ে টোল আদায় বন্ধ হয়ে যায়। এতে সেতুর দুইপাড়ে পরিবহনের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। উভয়পাড়ের প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে পরিবহনের দীর্ঘ সারি রয়েছে।  

বিবিএ’র বঙ্গবন্ধু সেতু সাইটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন বাংলানিউজকে জানান, হঠাৎ করে সেতুতে সিস্টেম ত্রুটি দেখা দেওয়ায় সেতুর উভয়পাড়ে টোল আদায় বন্ধ হয়ে যায়। তবে সেতুতে ভিন্ন সিস্টেমে টোল আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। খুব দ্রুতই ম্যানুয়াল সিস্টেমে সেতুতে টোল আদায় শুরু হবে।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।