ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় আ’লীগ নির্বাচনী কার্যালয়ে হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
সাতক্ষীরায় আ’লীগ নির্বাচনী কার্যালয়ে হামলা সাতক্ষীরা। ছবি: সংগৃহীত

সাতক্ষীরা: সাতক্ষীরা-১ আসনের পাটকেলঘাটায় আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বোমা হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (২৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে পাটকেলাঘাটা ওভার ব্রিজের পাশে অবস্থিত আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রনব ঘোষ বাবলু জানান, রাতে দলীয় নেতা-কর্মীরা নির্বাচনী কার্যালয় থেকে বাড়ি গেলে হঠাৎ কে বা কারা এসে একাধিক বোমা বিস্ফোরণ ঘটায়।

এ সময় তারা ভাঙচুর ও অগ্নিসংযোগও করে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

এদিকে রাতেই নির্বাচনী কার্যালয়ে হামলার খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঘটনাস্থলে সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
এইচএমএস/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।