মঙ্গলবার (২৫ ডিসেম্বর) ভোর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার গির্জা ও উপাসনালয়ে প্রার্থনা মধ্যদিয়ে নানা অনুষ্ঠান শুরু হয়েছে।
ভোর সাড়ে ৬টায় তেজগাঁওয়ের জপমালা রানীর গির্জায় প্রথম প্রার্থনা অনুষ্ঠিত হয়।
এর আগে ভোর থেকেই প্রার্থনায় যোগ দিতে বিভিন্ন গির্জায় মানুষের ঢল নামে।
জপমালা রানীর গির্জায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে চলে প্রার্থনা। প্রার্থনা পরিচালনা করেন ফাদার রিপন। এরপর দ্বিতীয় প্রার্থনা শুরু হয় সকাল ৮টায়। এ প্রার্থনা পরিচালনা করেন আর্চবিশপ প্যাট্রিক ডও রোজারিও। এসময় বিশ্বমানতবার মঙ্গল কামনা করেন তিনি। এরপর সকাল ১০টায় তৃতীয় ও শেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে সম্পন্ন হবে প্রার্থনা।
এদিকে বড়দিন উৎসব উপলক্ষে বিভিন্ন গির্জাকে সাজানো হয় আলোকসজ্জাসহ রঙিন সাজে। এর ভেতরের অংশ সাজানো হয়েছে বিভিন্ন জরি দিয়ে। সাজানো হয়েছে ক্রিসমাস-ট্রি। জপমালা রানীর গির্জায় প্রবেশ করার পরই দেখা যায় সুসজ্জিত প্রতীকী গোয়ালঘর।
খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস, যিশুর জন্ম হয়েছিলো গোয়ালঘরে। যিশুর জন্মের সেই স্মৃতিকে স্মরণ করে বড়দিনে গির্জায় প্রতীকী গোয়ালঘর তৈরি করা হয়। সেখানে ধর্মীয় আচার শেষে গির্জায় প্রবেশ করছেন অনেকে।
লিপিজা বড়ুয়া নামে একজন নারী বাংলানিউজ জানান, সবার মঙ্গল কামনা, শান্তি ও সম্প্রীতির জন্য প্রার্থনা করা হয়েছে। ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে সমাজের বসবাসের জন্য প্রার্থনাও করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
ইএআর/এএটি