ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কাপাসিয়ায় নৌকা ডুবে যুবকের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
কাপাসিয়ায় নৌকা ডুবে যুবকের মৃত্যু 

গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় নদী পারাপারের সময় নৌকা ডুবে রাসেল মিয়া (৩২) নামে যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার দরদরিয়া এলাকায় শীতলক্ষ্যা নদীতে এ দুর্ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা নদী থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।

রাসেল গাজীপুরের শ্রীপুর উপজেলার দেড়াবাড়ি এলাকার মৃত জামাল মিয়ার ছেলে।  

টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি মো. জহির উদ্দিন জানান, দুপুরে কাপাসিয়া উপজেলার দরদরিয়া এলাকায় শীতলক্ষ্যা নদী পারাপারের সময় একটি নৌকা ডুবে যায়। এ সময় নদীতে ডুবে রাসেল নিখোঁজ হন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।  

কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বছির উদ্দিন বাংলানিউজকে জানান, ১৫ থেকে ২০ জন যাত্রী নিয়ে শীতলক্ষ্যা নদী পার হওয়ার সময় একটি নৌকা ডুবে যায়। এ সময় সবাই সাঁতরে পাড়ে উঠতে পারলেও রাসেল নদীতে ডুবে যান। পরে ডুবুরি দলের সদস্যরা সন্ধ্যায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।  

মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জনান এসআই বছির।  

বাংলাদেশ সময়: ২৩০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
আরএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।