উদ্ধার হওয়া টেঁটা। ছবি: বাংলানিউজ
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ আল কায়সারের সমর্থক সোনারগাঁ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনের বাড়ি থেকে দুই শতাধিক টেঁটা উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) রাতে টেঁটাগুলো উদ্ধার করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিএম রুহুল আমিন রিমন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বারদী ইউনিয়নের দলরদী গ্রামে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় যুবলীগ নেতা কামালের বাড়ি থেকে দুই শতাধিক টেঁটা উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে এ বিষয়ে সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সোনারগাঁ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনের দাবি, এ ঘটনা সত্য নয়। স্বতন্ত্র প্রার্থীর সমর্থক হওয়ায় আমাকে ঘায়েল করতে ষড়যন্ত্র করে নাটক সাজানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০৪৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
আরআইএস/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।