ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৫.৮ ডিগ্রিতে পঞ্চগড়ের তাপমাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৮
৫.৮ ডিগ্রিতে পঞ্চগড়ের তাপমাত্রা

পঞ্চগড়: দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন শীতের তাপমাত্রা ওঠানামা করছে। এ জেলার কাছাকাছি হিমালয় হওয়ায় উত্তর থেকে বয়ে আসা হিমেল হাওয়ায় শৈত্যপ্রবাহের দাপট বেড়েই চলেছে। 

গত তিনদিনে পঞ্চগড়ে তাপমাত্রা নেমে ৭ ডিগ্রির মধ্যে ওঠানামা করছিল। তবে আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, শনিবার (২৯ ডিসেম্বর) ৫ দশমিক ৮ ডিগ্রিতে নেমে এসেছে তাপমাত্রা।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পর্যবেক্ষক ফজলের রহমান বাংলানিউজকে জানান, শনিবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৭ দশমিক ৭ ডিগ্রি এবং বিকেল ৬টা পর্যন্ত সর্বচ্চ রেকর্ড করা হয়েছিল ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।  

এর আগে, বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয় বলে জানান তিনি।

এদিকে, রাত পেরোলেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন। নিজের পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট দিতে ক্ষণ গুণছেন পঞ্চগড়ের মানুষ।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।